Type to search

অসাম্প্রদায়িক আদর্শ কতটুকু পালিত হচ্ছে ?

জাতীয় রাজনীতি

অসাম্প্রদায়িক আদর্শ কতটুকু পালিত হচ্ছে ?

অপরাজেয়বাংলা ডেক্স: উপমহাদেশের রাজনীতিতে ৭ দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়ে যাওয়া সংগঠনের নাম আওয়ামী লীগ।  

গণতন্ত্র সুসংহত করার মধ্য দিয়ে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল দলটি। ৭২ বছরে এসে সে দলটি সম্পর্কে রাজনীতিক ও বিশ্লেষকদের মূল্যায়ন জানার চেষ্টা করেছেন বিকাশ বিশ্বাস।

দেশভাগের দুবছরের মধ্যেই ১৯৪৯ সালে পাকিস্তানের প্রথম ও প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। যাত্রার মাত্র ৬ বছর পরেই ১৯৫৫ সালের কাউন্সিলে অসাম্প্রদায়িক চেতনায় বাদ দেয়া হয় মুসলিম শব্দটি। স্বাধীনতার পর নতুন নাম হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

দলের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক,পরবর্তীতে সাধারণ সম্পাদক তারপর দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব শুরু থেকেই অসাম্প্রদায়িকতার ঝাণ্ডা উড়িয়েছেন। দেশ স্বাধীনের পর সাম্প্রদায়িক রাজনীতির কবরও রচনা করেছিলেন বঙ্গবন্ধু। ৭২ বছরে এসে প্রশ্ন ওঠে সেই অসাম্প্রদায়িক আদর্শ কতটুকু পালিত হচ্ছে দলে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “যেকোনো কারণেই হোক সাম্প্রদায়িকতার সাথে এক ধরনের আপস করতে চাচ্ছে দল। সেটা হচ্ছে উদ্বেগের বিষয়। যে মধ্যস্ত নেতা কর্মী রয়েছেন তাদের মধ্যে একটি সাম্প্রদায়িক মনোভাব এখনো বিরাজমান রয়েছে।

বাঙ্গালী জাতীর  শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা, সেটিও এসেছে আওয়ামী লীগের হাত ধরে। অন্যান্য সব অর্জনের পাশাপাশি দেশ যে উন্নয়নের মহাসড়কে ধাবমান সেটাও আওয়ামী লীগের নেতৃত্বেই। কিন্তু গণতান্ত্রিক এ দলটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটুকু শক্তিশালী করতে পেরেছে?

রাশেদ খান মেনন বলেন, “গণতান্ত্রিক ভাবনাচিন্তা গুলো ক্রমাগত অপসৃত হচ্ছে। ক্ষমতার চারপাশে একটু অশুভ চক্র গড়ে উঠেছে। যারা প্রধানমন্ত্রীর সকল প্রচেষ্টা তাদের মত করে ব্যর্থ করে দিচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “আমাদের উচিৎ হবে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ পরিচালনা করছে তাদের উচিৎ হবে সকল প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করা এবং তারই সমণ্বিত ফল হবে, দেশ গণতান্ত্রিকভাবে এগিয়ে যাবে।”

দেশের সবচেয়ে পুরোনো দল আওয়ামী লীগ পরপর টানা তিন মেয়াদে ক্ষমতায়। দলের নেতারা বলছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন দেশ নিয়ে আওয়ামী লীগের হাত ধরে সেসবই অর্জিত হবে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেন, “৮১তে আমরা বঙ্গবন্ধুর জেষ্ঠ কন্যার কাছে আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। ৪০ বছর তিনি দলের নেতৃত্ব দিয়েছেন। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন হবে।”

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। উনার যে রূপকল্প সেটা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী ২০৪০ এর আগেই আমরা ইনশা আল্লাহ উন্নত দেশে পরিণত হতে সক্ষম হব।”

তবে দল পরিচালনায় নেতৃত্বকে আরো সজাগ থাকার আহবান এই রাজনীতিবিদ ও বিশ্লেষকদের।  দলে যেন মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কেউ স্থান না পায় সে বিষয়ে সবসময় সচেতন থাকার পরামর্শ তাদের। সূত্র,ডিবিসি নিউজ