প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ৩:০৯ পি.এম
অসহায় পথিক

বিলাল মাহিনী
চারিদিকে
দ্বিধা মিথ্যা ছলনার ফুলঝুরি
কুয়াশার ভাঁজে দিবাকরের লুকোচুরি
চাঁদের কপালে পড়েছে ভাঁজ
নিদারুণ অসহায় হরিণটা আজ
তাঁরাদের কপোলে অশ্রুজল
পোয়াতি মায়ের চোখ টলমল
অবলা নারীদেহ খায় শুধু মার
মালদার খোঁজে বেশ্যার দ্বার!
কে বলেছে সতীদাহ গেছে চলে?
নবরূপে আজও তার দেখা মেলে
দাস-দাসীর হাল মান
কুলি মুজুর বুয়া কিষাণ!
তবে কী রূপে সমতা এলো দুনিয়ায়?
বায়ু জলে সমাধিকার দিলো দয়াময়
মানুষ বেশে কুকুরের নানা বাসনা
ভুলণ্ঠিত উম্মাহ'র শত কামনা
মানুষ রূপে কেনো সৃজন
করলে দয়াময়?
ভাল্লাগে না এই ভুবনের
ছলনা অভিনয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.