অভয়য়নগরে হাইকোর্ট’র নির্দেশনা অমান্য করে মহাসড়কে চলছে থ্রি হুইলার ; দুর্ঘটনা বাড়ছে দিন দিন

মিঠুন দত্ত:
যশোরের অভয়নগরে হাইকোর্ট’র নির্দেশনা অমান্য করে করে যশোর-খুলনা মহাসড়কে অবাধে চলছে এসিড( ব্যাটারিচালিত) অবৈধ ইজিবাইক মটর চালিত ভ্যান,মাহিন্দ্র, নসিমন, করিমনের মতো বিপদ জনক থ্রী হুইলার যানবাহন।
গত ১৫ ডিসেম্বর এসিড( ব্যাটারিচালিত ) অবৈধ ইজিবাইক সারাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।
এসমস্থ বিপদজনক থ্রী হুইলার মহাসড়কে চলাচলের ফলে প্রতিনিয়ত মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। যানবাহনগুলো তিন চাকা বিশিষ্ট ও নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকা-সহ অনভিজ্ঞ চালকেরা এসব যানবাহন চালায়।
অনুসন্ধানে জানা যায়, যশোর খুলনা মহাসড়কে প্রায় পাঁচ হাজার থ্রী হুইলার রয়েছে। যা যাত্রী ও মালামাল বহন করে দেদারসে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে।
গত ২৮ ডিসেম্বর সকালে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর পুলিশ সুপার মো. হামিদুল আলম (বিপিএম,পিপিএম) মহাসড়কে থ্রি-হুইলার জাতীয় যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞার কথা জানালেও কিছুতেই বন্ধ হচ্ছে না থ্রি-হুইলার চলাচল।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান ,২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ থানায় মোট ৪২ টি থ্রী হুইলার আটক করে মামলা দেওয়া হয়েছে। তার পর ও বন্ধ হচ্ছে না ওই সব অবৈধ যানবাহন চলাচল। ফলে দিন দিন দুর্ঘটনা বেড়েই চলেছে।