নওয়াপাড়া অফিস
ঘুর্ণিঝড় সেত্রাংয়ের প্রভাবে অভয়নগরে সারাদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মাঝে দমকা হওয়া বইছে। অতি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেনা। শিল্পবন্দর নগরী নওয়াপাড়া মোকামে সার কয়লা খাদ্য শষ্যর বেচা কেনা না হওয়ায় ব্যাংক লেনদেন সীমিত হয়েছে।ব্যবসায়িরা জানায়
ঘুর্ণিঝড়ের আতংকে মোকামে খরিদদার আসেনি। এদিকে নওয়াপাড়া নৌ বন্দরে তিনশতাধিক জাহাজ নোঙ্গর করে আছে। নৌবন্দরে বিপদ সংকেত থাকার কারনে জাহাজ গুলো নিরাপদ স্থানে রাখা হয়েছে। জাহাজ থেকে মালামাল লোড আন লোডের কাজ বন্ধ রয়েছে। নৌ বন্দরের পরিচালক মাসুদ পারভেজ জানান, ঘুণিঝড় সেত্রাং এর কারনে জাহাজ গুলো নিরাপদ স্থানে রাখতে বলা হয়েছে। জাহাজ থেকে মামামাল লোড আনলোডের কাজ বন্ধ রাখা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী জানান, এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনেকে পাকাধান ঘরে তুলেছে। কাটা ধান খেতে পানি জমলে সেখানে কিছু ধানের ক্ষতি হবে। শিষ বের হওয়া ধানে এবং নাবী ধানে পানি পেয়ে ফলন ভাল হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.