অভয়নগের ব্যাপক আয়োজনে ৮দলীয় হা ডু ডু খেলা অনুষ্ঠিত

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে ধোপাদী দক্ষিণপাড়া যুব সংঘের উদ্যোগে ব্যাপক আয়োজনে গতকাল নওশের আলী স্মৃতি টুর্ণামেন্টে’র ৮ দলীয় হা ডু ডু খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিয্যবাহি এ খেলা দেখতে প্রায় ৫ হাজার দর্শকের সমাগম ঘটে। খেলায় যশোর খুলনা অঞ্চলের নামী দামি খেলোয়ার অংশ গ্রহণ করেন। বিকাল তিনটা থেকে মধ্য রাত পর্যন্ত এ খেলা চলে। খেলায় খ্যতিমান ‘আকিজ গ্রæপকে’ ২ – ১ গোলে পরাজিত করে চ্যামিম্পয়ন শীপের গৌরব অর্জণ করে অভয়নগর উপজেলার উদিয়মান শক্তিশালী ‘কামকুল গ্রামের বাবু’র দল। বিজয়ী দলের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রফিকুল ইসলাম মজুমদার। এছাড়া রানাস আপ দলের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হালিম ,মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রশিদ ও শফিয়ার রহমান মোল্যা এবং ধারা ভাষ্য প্রদান করেন এখলাজ উদ্দিন।