সুজাতপুরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি :
গতকাল মঙ্গলবার মণিরামপুর সুজাতপুর মোড়ে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ছবি: ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সভা শেষে নব নির্বাচিত কমিটি বৃন্দ।
ইরাবতি বিশ্বাস এর সভাপতিতে বৈঠকে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী, যুগ্ম আহবায়ক হামিদ গাজী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, কার্তিক বকসি, রাজু আহমেদ, মনিমোহন মন্ডল, মুক্তিযোদ্ধা দশরথ মন্ডল, মুক্তিযোদ্ধা পরিমল কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা সুকুমার বিশ্বাস।
সভায় দ্রুত বরাদ্দকৃত আমডাঙা খালের কাজ শুরু করা, দ্রুত বিল কপালিয়ায় টিআর চালু, দ্রুত ভাটিতে ৫ টি স্কেভেটর দিয়ে পলি অপসরণ, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকলকাজ সেনাবাহিনীর মাধ্যমে করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
বৈঠকে ইরাবতী বিশ্বাসকে আহবায়ক, পুর্ণিমা বিশ্বাস, কানন বিশ্বাস, কনা বৈরাগীকে যুগ্মআহবায়ক ও চন্দনা মন্ডলকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট সুজাতপুর গ্রাম মহিলা কমিটি ও বিপ্র বৈরাগীকে আহবায়ক, প্রভাত বিশ্বাস, শ্যামল বৈরাগীকে যুগ্মআহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আলাদা দুটি কমিটি করা হয়।