অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির নেতার মায়ের পরলোক গমন

অভয়নগর প্রতিনিধি: অভয়নগর উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট গণিত শিক্ষক তারক চন্দ্র বসুর মাতা হাসি রানী বসু(৭৫) বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেছেন। বোরবার ভোর সাড়ে পাঁচটায় তিনি উপজেলার ধোপাদী গ্রামে নিজ বড়িতে মারা যান। তিনি স্বামী সুশান্ত বসু সহ তিন পুত্র , তিন কন্যা এবং অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার অন্তেটিক্রিয়া ওই দিন বিকালে নওয়াপাড়া মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।