Type to search

অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ টি মাদ্রাসা ও এতিমখানায় কোরয়ানে খতম ও দোয়া মাহফিল

অভয়নগর নড়াইল

অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৮ টি মাদ্রাসা ও এতিমখানায় কোরয়ানে খতম ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
যখন যেখানে কেউ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রক্তের প্রয়োজন অনুভব করে, সেখানেই ছুটে যান তারা। স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করে দিয়ে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর কাজে সহযোগিতা করেন। মূলত এটি একটি সংগঠন। নাম অভয়নগর ব্লাড ডোনার ক্লাব।
যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌর এলাকায় এটি অবস্থিত। ‘আমার রক্তে যদি বাঁচে একটি প্রাণ, তবে আমি কেন করবো না রক্ত দান’ এই স্লোগানে ২০১৯ সালে ৩ ডিসেম্বর  চাকরিজীবী, ব্যবসায়ী, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় ১০-১৫ জন সদস্য নিয়ে গড়ে ওঠে ক্লাবটি। আজ ক্লাবটিতে প্রায়ে শতাধিক সদস্যে পরিণত হয়েছে।  শনিবার (৩ ডিসেম্বর) ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভয়নগরের ৮ টি মাদ্রাসা ও এতিমখানায় কোরয়ানে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জানা যায়,অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের উর্পদেষ্টা মল্ডলী অভয়নগর প্রেসক্লাবের উর্পদেষ্টা ও নওয়াপাড়া ইউষ্টিউটের সাধারন সম্পাদক ফারক হোসেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালযের অধ্যক্ষ রবিউল হাসান, ডাঃ মাহমুদুর রহমান রিজভী , বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম  , শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান এডঃ মোঃ নাসির উদ্দিন,  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূরনবী , বিশিষ্ট সমাজসেবক শহীদুলজাম্মান সেলিম তাদের সার্বিক সহযোগিতা অভয়নগর উপজেলার চলিশিয়ার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। একতারপুরের নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানা সহ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা । পায়রাহাটের আবু বকর সিদ্দিকী রা: নূরানী মাদ্রাসা। রাজঘাট জাফরপুর দারুল উলুম মাদ্রাসা সহ দারুসুন্নাহ হিফজুল কোরআান মাদ্রাসা। মধ্যপুর গ্রামের নুরুল কোরআান হাফেজিয়া মাদ্রাসা।  এসময় ৮ টি মাদ্রাসার ৪০০ জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এসময় ক্লাবের প্রতিষ্ঠাতা কালীণ সদস্য মোঃ আল মামুন সংগঠনটির সম্পর্কে বলেন, মানুষ হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা রক্তদান করে এবং রক্ত সংগ্রহের মাধ্যমে সহযোগিতা করে সমাজে মানুষের সেবা করতে চাই।