প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ৯:২৩ পি.এম
অভয়নগর প্রেস ক্লাবের নতুণ অফিস উদ্বোধন

নওয়াপাড়া প্রতিনিধি:
যশোরের অভয়নগর প্রেস ক্লাবের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, ছাত্রলীগের সাবেক কেন্দীয় নেতা, যশোর ৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ নওয়াপাড়া সংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বিশ্বাস মার্কেটের দোতলায় এ অফিস উদ্বোধন করেন।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য মাসুদ আলম, সিনিয়র সাংবাদিক শেখ আতিয়ার রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মিল্টন, মিজানুর রহমান, মোঃ আমানুল্লা, কাজী ইশতিয়াক আহমেদ রনি, মিঠুন দত্ত, আল মামুন রাজু, আমিরুল ইসলাম প্রমুখ। প্রেস ক্লাবের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন আরশাদ পারভেজ। তিনি বলেন সাংবাদিকরা সমাজের বিবেক। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পরামর্শ দেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.