অভয়নগর প্রেসক্লাবের আয়োজনে প্রয়াত সাংবাদিক নেতা মোহাম্মাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এইচ এম জুয়েল রানা: অভয়নগর প্রেসক্লাবের আয়োজনে দৈনিক সংবাদের সাবেক অভয়নগর উপজেলা প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মোহাম্মাদের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে শুক্রবার বিকালে মথুরাপুর গ্রামে অবস্থিত মরুহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ সময়ে উপস্থিত ছিলেন, অভয়নগর প্রেসক্লাবের উপদেষ্টা ,ফারুক হোসেন, মাসুদ আলম, সভাপতি চৈতন্য কুমার পাল,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,কোষাধাক্ষ্য মিজানুর রহমান, নির্বাহী সদস্য এইচ এম জুয়েল রানা, মিঠুন কুমার দত্ত, প্রমুখ।এছাড়া আরো উপস্থিত ছিলেন মরুহুমের পিতা আব্দুল ওহাব মোল্যা, ছেলে প্রোবাক, ভাই রবিউল ইসলাম,মাদ্রাসার সুপার মনিরুজ্জামান সেলিম,সহ গ্রামের গন্যমান্য ব্যক্তি গন সাংবাদিক ওয়াহিদুজ্জামান মোহাম্মদ ২০১৭ সালের ০৪ জুন সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি নওয়াপাড়া প্রেসক্লাবের সহসভাপতি, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য এবং নওয়াপাড়া ইনস্টিটিউটের আজীবন সদস্য ছিলেন।