Type to search

অভয়নগর থানায় বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অভয়নগর

অভয়নগর থানায় বিজয় মাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রিয়ব্রত ধর,স্টাফ রিপোটার:
অভয়নগর থানার আয়োজনে বিজয় মাস উপলক্ষে শুক্রবার বিকালে থানা চত্বরে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রণজিত কুমার রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার, জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্যা, পৌর মেয়র সুশান্ত দাস শান্ত, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আলী আহম্মেদ খান, শ্রমিকলীগের আঞ্চলিক নেতা ও মটর শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা রবিন অধিকারী ব্যাচা।

সভায় বক্তারা ১৯৪৭ সালের পর থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর সক্রিয় অংশগ্রহণের ভূমিকা তুলে ধরেন।এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানেণর জন্য সকলকে সহযোগিতার আহবান করা হয়। আলোচনা শেষে রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কুষ্টিয়ার লালন সংগীত একাডেমি।