অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক উপর হামলা

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায়
কর্তব্যরত ডা: শোভন বিশ^াসের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ
ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রতক্ষদর্শিদের কয়েকজন জানান, বুধবার সকালে মাগুরা জেলার শামীম হোসেনের
আঠারো মাস শিশুপুত্র আরিয়ান তার নানা সলিম বিশ^াসের বাড়ি উপজেলার ১নং
প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে প্রতিবেশি হাকিমের পুকুরে ডুবে মারাত্মক
অসুস্থ্য হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। জরুরী
বিভাগের চিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত হয়। এ ঘটনায় শিশুর
পরিবারের লোকজন কর্তব্যরত ডাক্তার শোভনের ওপর চড়াও হয়ে তাকে শারীরিক ভাবে
লাঞ্চিত করে। সাথে স্থানীয় লোকজনও ডাক্তার ওপর চড়াও হয়ে ব্যাপক উত্তেজনার
সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুল রাজিব বলেন,
পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায রোগীর লোকজন ডা: শোভন বিশ^াসের ওপর হামলা
করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাটি তদন্তের জন্য একপি
কমিটি গঠন করা হবে।
এ ঘটনায় ডা: শোভন বিশ^াস সাংবাদিকদেও সাথে কোন কথা বলতে রাজি হয়নি।
থানার অফিসার ইনচার্য মোহাম্মদ আলীম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে
উত্তেজিত জনতাকে নিবৃত্ত করি। তবে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এ খনো কোন
লিখিত অভিযোগ করেনি।