স্টাফ রিপোর্টার-
অভয়নগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্ত এর হস্ত্যক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। বৃহস্পিতিবার(১৬-১-২০২০) দুপুরে কোদালা গ্রামে গোলম নবীর বাড়িতে অষ্টম শ্রেণিতে পুড়ায়া তার নাতনী হাসি খাতুনের বিয়ে বন্ধ হয়। গোপন সংবাদ পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি আকলিমা খাতুন এবং মাহাদী হাসান ঘটনা স্থলেযেয়ে ওই বিবাহ বন্ধ করে দেন।
জানা গেছে, কোদলা মাধ্যমিক বিদ্যলয়ের ৮ম শ্রেণী পড়–য়া মো. শফিক এর মেয়ে হাসি খাতুনের (১৭) সাথে একই ইউনিয়নের হরিশপুর গ্রামের মহিনুর শেখে ছেলে নজরুলের বিয়ের আয়োজন চলছিল। বাবা মা হারা মেয়ের নানা গোলাম নবী এই বিবাহের ব্যবস্থা করেন। উপজেলা মহিলা বিষয় কর্মকর্তার অফিস প্রতিনিধিদের কাছে বিবাহ না দেওয়ার প্রতিসূতি দিয়ে বিয়ের সকল কাজ বন্ধ করেন মেয়ের নানা গোলাম নবী। এবিষয়ে ছেলে চাচা সেকেন্দার আলী বলেন মেয়ের বয়স কোট থেকে এভিডেভিট করে আনা হয়েছে। তার পরেও এখন যে সমস্য দেখছি তাই আমরা বিয়ের আয়োজন বন্ধ করতে বাধ্য হয়েছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.