মিঠুন কুমার দত্ত,স্টাফ রিপোর্টার: আসুন করোনা মোকাবেলায় মানবিকতায় এগিয়ে আসি। এই প্রতিপাদ্য ধারণ করে অভয়নগর উপজেলা চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর রাতের আঁধারে কর্মহীন মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে চলেছেন।
জানা গেছে, এপর্যন্ত তিনি রাতের আঁধারে ৩হাজার ৪শ ৬৪জন অসহায় লোকের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। সে সব খাদ্য সহায়তার মধ্যে রয়েছে সাত কেজি চাল, দুই কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি ডাল ও একটি সাবান। এক সাক্ষাতকারে উপজেলা চেয়ারম্যান বলেন, তিনি করোনা পরিস্থিতির শুরু থেকে প্রায় প্রতি রাতে তার ড্রাইভার টুলু হোসেন ও ছোট ভাই সাংবাদিক রুবেল হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্য সামগ্রি বিতরণ করে আসছেন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তার এ কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.