Type to search

অভয়নগর উপজেলা গলদা চিংড়ি চাষে জেলার মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জণ

অভয়নগর

অভয়নগর উপজেলা গলদা চিংড়ি চাষে জেলার মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জণ

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলায় এবছর গলদা চিংড়ি চাষে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে।যশোর জেলার মধ্যে এ উপজেলার অবস্থান রয়েছে দ্বিতীয় স্থান। সাত দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ শনিবার সকালে অভয়নগর উপজেলা মৎস্য কর্মকর্তার ডাকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় যে. এবছর মোট মাছের উৎপাদন হয়েছে ২৯ হাজার ৭৪৫ মে. উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৬ হাজার ৭২ মে:টন। চাহিদা পূরণ করে অতিরিক্ত মাছ অন্যত্র জেলা ও দেশের বাইরে যোগান দেওয়া হয়। উপজেলায় মোট চিংড়ি উৎপাদন হয় ৪ হাজা ৩৪৫ মে.টন এর মধ্যে গলদা উৎপাদন হয় ৪ হাজা ২৮০ মে. টন। সংবাদ সম্মেলনে মুক্ত আলোচনায় সাংবাদিকরা মৎস্য চাষের উপর গুরুত্বপূর্ণ পরামর্শ ব্যক্ত করেন।