অভয়নগর উপজেলা আ.লীগের শোক সভা ও নির্বচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলা আ.লীগ নেতা শিবুপ্রসাদ সাহার মৃত্যুতে শোক সভা ও আগামী ২০ তারিখে নওয়াপাড়া পৌর সভা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা উপজেলা দলীয় কার্যালয়ে রোববার (৫/৯/২১) বিকালে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সদ্য প্রয়াত উপজেলা আ.লীগ নেতা শিবুপ্রসাদ সাহার মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করে তার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করা হয়। পরে উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের সহসভাপতি সানা আব্দুল মান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ.লীগ নেতা আকতারুজ্জামান তারু, উপজেলা আ.লীগ নেতা ফারুক হোসেন, পৌর আ.লীগ নেতা হাজী রফিকুল ইসলাম সরদার, শ্রমিক ফেডারেশনের কেন্ত্রীয় কমিটির সহসভাপতি ও শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা প্রমুখ। সভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি ও তার অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থি ছিলেন। সভায় বক্তারা দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সুশান্ত দাস শান্তকে জয়লাভ করার জন্য সকলের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান করেন।