Type to search

অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালন

অভয়নগর

অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতাুন্নেছার জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার(৮/৮/২১) উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র সুশান্ত কুমার দাস, সহ সভাপতি সানা আব্দুল মান্নান, উপজেলা আ.লীগে নেতা ও জেলাপরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা প্রমুখ। আলোচনা শেষে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ।