নওয়াপাড়া অফিস:
অভয়নগর উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট পালন উপলক্ষে শনিবার বিকালে আ.লীগের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপিত এনামুল হক বাবুলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত, পৌর আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা আ.লীগ নেতা আকতারুজ্জামান তারু, উপজেল্ যুতলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ, ইউনিয়ন কমিটির নের্তৃবৃন্দ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত মোতাবেক ১৫ আগষ্ট সকাল ৭ টায় উপজেলা অ .দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হবে। ৮টায় শোক র্যলি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করবে। বেলা ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াসে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.