স্টাফ রিপোর্টার: অভয়নগরে গত ২৪ ঘন্টায় আরো ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বার্তায় জানা গেছে, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় ৪০ জনেরে দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এ ছাড়া উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড এ্যাকশান ট্রেস্ট করে ৮০ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৯ জন। উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্য ২১৭ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রেড জোনে আছে ৬ জন এবং ইয়লো জোনে ৬জন বাকি রোগী হোম কোয়ারেনটাইনে চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত উপজেলায় মোট ৬হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮০১ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৫৪৩ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪১ জন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.