অভয়নগরে ১৩ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলা থেকে ১৩ কেজি গাঁজাসহ এক গাঁজা বিক্রেতাকে আটক করা হয়েছে। রবিবার ভোরে উপজেলার বাগদা গ্রাম থেকে অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ওই ব্যাক্তিকে আটক করে।
আটককৃত ওই ব্যাক্তির নাম মামুন বিশ্বাস(২২)। তিনি উপজেলার বাগদা গ্রামের আতিয়ার বিশ্বাস ওরফে গাঁজা আতিয়ারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদ পেয়ে অভয়নগর থানার উপপরিদর্শক(এসআই) মোঃ শাহ আলম সঙ্গীয়ফোর্স নিয়ে গতকাল ভোর পৌনে চারটার সময় উপজেলার বাগদা গ্রামের আতিয়ার বিশ্বাস ওরফে গাঁজা আতিয়ারের বাড়িতে তল্লাসি করে বাড়ির উঠানের পশ্চিমপাশ থেকে ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় মামুন বিশ্বাস নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আতিয়ার বিশ্বাস এ সময় সটকে পড়ে। পুলিশ জানান, আতিয়ার বিশ্বাস এবং তার ছেলে মামুন বিশ্বাস দির্ঘদিনধরে গাঁজা বিক্রিরসাথে জড়িত।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহ আলম বলেন,‘ ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মামুন বিশ্বাস নামের একজনকে ভোরে আটক করা হয়েছে। এ সময় এলাকায় গাঁজা আতিয়ার নামে পরিচিত আতিয়ার বিশ্বাস পালিয়ে যায়।’