Type to search

অভয়নগরে হাসিনা সরকার উৎখাতে অংশনেয়া বিপ্লবী ছাত্রজনতাকে অভিনন্দন মিছিল

অভয়নগর

অভয়নগরে হাসিনা সরকার উৎখাতে অংশনেয়া বিপ্লবী ছাত্রজনতাকে অভিনন্দন মিছিল

অভয়নগরে বাম মোর্চার হাসিনা সরকার উৎখাতে অংশনেয়া বিপ্লবী ছাত্রজনতাকে অভিনন্দন মিছিল
নওয়াপাড়া অফিস
হাসিনা সরকার পতনে অংশগ্রহণকারি বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন ও দুর্বৃত্ত কর্তৃক দেশে অরাজকতা সৃষ্ঠির প্রতিবাদে যশোরের অভয়নগর উপজেলা বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বামমোর্চা সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশগ্রনকারি নের্তৃবৃন্দ এসময় সরকার পতনের সুযোগে সংখ্যালঘুদের উপর নির্যাতন, জনগনের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, ভিন্নমতাবলিদের উপর হামলা বন্ধ করার জন্য নানা রকম ¯েøাগান দেয় । তারা সংখ্যা লঘুদের উপর নির্যাতন, জানগনের জানমালের ক্ষয় ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নানা রকম ¯েøাগান দেয়। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে রেল স্টেশন বাজার ঘুরে নূরবাগ চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিপ্লবী কমিউনিস্ট পার্টির যশোর জেলা সভাপতি নাজিম উদ্দীন নেতা আইয়ূব হোসেন, কমিউনিস্ট পার্টির নেতা চিন্ময় বিশ^াস,বাসদ নেতা রিপন হোসেন গাজী, সাম্যবাদি আন্দোলনের নেতা কিশোর অধিকারী, নয়া গণতান্ত্রিক মোর্চার নেতা ডা. আজিজুর রহমান, জেলা বাম মোর্চার নেতা আলাউদ্দিন হোসেন প্রমুখ।