প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৩, ৮:৪৫ এ.এম
অভয়নগরে হাত পা বেঁধে মৎস্য ঘেরে ফেলে ইজিবাইক ছিনতাই

স্টাফ রিপোর্টার
অভয়নগরে যুবকের হাত পা বেঁধে মৎস্য ঘেরে ফেলে দিয়ে ইজিবাইক ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় ইজিবাইক চালকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা টি ঘটে শুক্রবার রাত ৯টার সময় ছোট সুন্দলী এলাকায়।
জানা গেছে, সাতনল ইউনিয়নের খানপুর গ্রামের নুর ইসলামের ছেলে নুরনবী(১৬) মনিরামপুর কালীবাড়ি রোডে ইজিবাইক চালানোর সময় ২ জন মেয়ে ও ২ জন ছেলে ছিনতাইকারী সুকৌশলে তার কাছে আসে। পরে সুন্দলী যাওয়ার কথা বলে গাড়ি রিজার্ভ নেন। পরে ছিনতাইকারী কৌশলে আবারও তাকে ভুল বুঝিয়ে জুসের মধ্যে চেতনা নাশক ঘুম এর ওষুধ খেয়ে অজ্ঞান করে। পরে হাতপা ও মুখ বেঁধে মাছের ঘেরে ফেলে দেন। পরে ছিনতাইকারীরা ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নুর নবীকে উদ্ধার করে। তার অবস্থা আশংকা জনক হলে তাকে সুন্দলী বাজারের সাধারণ চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।বিষয়টি জানাজানি হলে নুরনবীর পরিবারের লোকজন হাসপাতালে এসে কান্না কাটি করতে থাকে। নুরনবীর প্রতিবেশি ভাই শরিফুল ইসলাম বলেন, ঘের থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থা নুর নবীকে উদ্ধার করে অভয়নগর সুন্দলীর স্থানীরা । নুরনবী ভাড়ায় ইজিবাইক চালাতো। দ্বায়িত্বরত চিকিৎসক জানান, চেতনা নাশক ঘুম এর ওষুধ খেয়ে অজ্ঞান করা হয়েছে। আর কিছু খন দেরি হলে নুরনবীকে বাঁচানো সম্ভব হতো না। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন,ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা টি জেনেছি। তার পরিবারে পক্ষ থেকে মামলা দায়েরের কথা বলা হয়েছে। আমাদের টিম মাটে কাজ করছে।অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.