অভয়নগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর প্রাণ গেল

হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ফোনে তথ্য দেবেন না অভয়নগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর প্রাণ গেল
নওয়াপাড়া অফিস: যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় মোটর সাইকেল ও বালিবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মোটর সাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী মারা গেছেন। সোমবার দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। মৃত ওই মটারসাইকেল আরোহীর নাম ইমরান হোসেন (২৪)। সে খুলনার বিএল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বাঘারপাড়া উপজেলার বল্লারমুখ গ্রামের সৈয়দ আলীর পুত্র।
নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সেন্ট্রি মারুফ হাসান জানান, খুলনাগামী একটি বালিবাহী ডাম্পার ট্রাক মহাসড়কের প্রেমবাগ নামক স্থানে আসলে বিপরীতমুখী একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ইমরান হোসেন মারা যায়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মী হাজির হয়ে লাশ এ্যামবুলেন্স করে নওয়াপাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। হাইওয়ে পুলিশ ট্রাক ও মোটর সাইকেল আটক করেছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমানের কাছে এ ব্যপারে জানতে ফোন করলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে তথ্য নেন। ফোনে আপনাকে কোন তথ্য দেওয়া হবে না।’