অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আরো এক জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: অভয়নগরে সড়ক দুর্ঘটনায় আরো এক জনের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান (৪৫)। তিনি রোববার সন্ধ্যায় উপজেলার কাদিরপাড়া গ্রামে মটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘনায় পতিত হন। স্থানীয়রা জানান ঝড়ের কবলে পড়ে মনিরুজ্জামান মটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মনিরুজ্জামান বুইকারা গ্রামে বসবাস করেন। তার স্থানীয় বাড়ি মনিরামপুর উপজেলায় বলে জানা গেছে। তিনি আকিজ গ্রুপের কর্মচারি ছিলেন। অভয়নগর থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান বলেন, সন্ধ্যায় ঝড়ের সময় একজন মটরসাইকেল চালক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি কিভাবে দুর্ঘটনায় পড়েছেন তা কেউ বলতে পারছেন না।
এর আগে রোববার সকালে উপজেলার শংকরপাশা শাহীন পাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ইজি বাইকের থাক্কায় মাদ্রাসা পড়–য়া এক শিশুূ শিক্ষার্থী মারা যায়।