নওয়াপাড়া অফিস
অভয়নগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী মেঘলা বেগম (২৩) গুরুতর জখম
হয়েছেন। স্থানীয়রা ঘাতক ওই স্বামীকে ধওে গণধোলাই দিয়ে পুলিশে
সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বুইকারা
গ্রামে রফিকের বাড়ি সামনের সড়কে।ঘাতক ওই স্বামীর নাম আলামিন
ফারাজী(৩০) সে গুয়াখোলা বস্তি এলাকার মৃত দুলাল ফরাজীর ছেলে।
জানা গেছে, ওই দিন স্ত্রী মেঘলা বেগমের সাথে আলামীন ফারাজীর
বাড়িতে ঝগড়া হয়। এক পর্যায়ে আলামিন স্ত্রীকে ছুরি নিয়ে তাড়া
করে। পরে বুইকারা গ্রামের রফিকের বাড়ি সামনের সড়কে স্ত্রীকে ধরে
পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত করে। এতে স্ত্রী মেঘলা রাস্তার উপর
লুটিয়ে পড়ে। স্থানীয়রা মেঘলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ধেসঢ়;্র
ভর্তি করে। পরে আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে
পুলিশে সোর্পদ করেন। মেঘলা বেগম গরুহাট এলাকার পান্নু শেখের
মেয়ে। সে তেতুলের আড়তের শ্রমিক হিসেবে কাজ করে।
কর্তব্যরত চিকিৎসক ডা: বাহারুল ইসলাম জানান, মেঘলা
ছুরিকাঘাতে আহত হয়েছে। তার জখমটা মারাক্ত । যে কারণে খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৫নং ওর্য়াড কাউন্সিলর
ও পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিজা মোল্যা বলেন, স্বামী
আলামিন তার স্ত্রী মেঘলাকে পেটে ১ টি ও পিঠে ৩টি ছুরিকাঘাত
করে। আলামিন পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে আমার কাছে
নিয়ে আসে। পরে তাকে পুলিশে কাছে সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে
অভয়নগর থানার অফিসার্স ইনর্চাজ এবিএম মেহেদী মাসুদ বলেন, এ
ঘটনায় আলামিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলাটি
প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.