Type to search

 অভয়নগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা 

অন্যান্য

 অভয়নগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা 

অভয়নগর (যশোর) প্রতিনিধি
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় তিনি অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডাঃ কাজী জোবায়ের গালীব, যশোর পরিবার পরিকল্পনার উপ পরিচালক কাজী ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান,
 ডাঃ জোবাহের হোসেন, ইএফপিও তাহসীন রেজা, মা ও শিশু কল্যান কেন্দ্রের কর্মকর্তা ডাঃ সুদীপ্ত সেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,  ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, তৈয়বুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, মহিলা মেম্বার হালীমা পারভীন,  ইউনিয়ন স্বাস্থ্যকর্মীগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন আলোচনায় বক্তব্য রাখেন ।কর্মশালায় মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র) প্রসব সেবাকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মশালায় আয়োজনে করা হয়। এতে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োনীয় সিজারিয়ান সেকশানের হার কমবে বলে মত দেন আলোচকরা।স্বাগত বক্তব্য দেন এমসিএইচএফপি ডাঃ তোফাজ্জল হোসেন,এডিসিই কনসালটেন্ট পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ডাঃ চন্দ্র শেখর কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্র পরিদর্শক  মিল্টন কবিরাজ।