অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে নিখোঁজের এক দিন পর সবিতা রানী দে (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাটপাড়া গ্রামের ওই নারীর প্রতিবেশি নিয়ামুল হোসেনের বাড়ির টেফটি ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সবিতা রানী দে ওই গ্রামের মিলন কুমার দের স্ত্রী।
এলাকাবাসি ও পুলিশ জানায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গরুর খাবার সংগ্রহ করতে বাড়ির পাশে বাঁশ বাগানে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো।
বিষয়টি দুপুরে স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে পুলিশ মিলন কুমার দের বাড়িতে যায়। এসময় পুলিশ ও এলাকাবাসি সন্দেহ জনক এলাকায় খোঁজ করতে থাকে।
এক পর্যয়ে প্রতিবেশি নিয়ামুলের পোল্ট্রি ফারমের পাশে বেশ কিছু আলামত দেখে পুলিশের সন্দেহ হয়। সেই সূত্র ধরে বাগান ও আশপাশে সবিতা রানীকে খোঁজ করতে থাকে। পরে প্রতিবেশি নিয়ামুল এর বাড়ির সেফটি ট্যাংক থেকে সবিতা রানীর মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারে পর নিয়ামুল হোসেন পালিয়ে যায়।
স্থানীয় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়বুর রহমান জানান, এখানে শেয়ালের উপদ্রব আছে। নিয়ামুল নামের এক প্লোট্রি ফারমের মালিক তার ফার্মে শেয়ালমারর জন্য খোলা তাওে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতে। ওই ফাঁদে বিদুৎ স্পৃষ্ট হয়ে সবিতা রানীর মৃত্যু হয়েছে। যা আমি আগেই সন্দেহ করে ছিলাম। পরে মরদেহ গুম করতে সেফটি ট্যাংকের ভেতর ফেলা হয়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুভ্রপ্রকাশ দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে আমাদের ভাটপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রয়েছে। আমি ঘটনা স্থলে পৌছে বিস্তারিত জানাতে পারবো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.