নওয়াপাড়া অফিস
যশোরের অভয়নগরে সেনা বাহিনী ও পুলিশের পৃথক পৃথক যৌথ অভিযানে একটি বিদেশী পিস্তল, গুলি, চাইনিজ কুড়াল, ইয়াবা, হেরোইন সহ দুই মাদক কারবারি আটক হয়েছে।
সেনা বাহিনীর এক প্রেস বার্তায় জানা গেছে,রবিবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বুইকারা গ্রামের আকন্দিপাড়া অভিযান চালিয়ে চিহ্নিত মাদক বিক্রেতা রূপা বেগম (২৬) কে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও চার গ্রাম হেরোইনসহ উদ্ধার করা হয়।রুপা বেগম ওই গ্রামের আকন্দিপাড়ার হিরো মোল্যার মেয়ে।
অপর এক অভিযানে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন একটি চাইনিজ কুড়ালসহ মো. শারিফ খান (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত একটার সময় উপজেলার বুইকারা গ্রামে এ অভিযান চালানো হয়। আটক শারিফ খান বুইকারা গ্রামের মো. ইকবাল খানের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক দুই জনের বিরুদ্ধে পৃথক ভাবে মাদক ও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.