অভয়নগরে সুষ্ঠ নির্বাচন হচ্ছে

নি.নি-১/২৬.১২.২০২১
স্টাফ রিপোর্টার:অভয়নগরে সুষ্ঠ নির্বাচন হচ্ছে। এমনটাই মন্তব্য করলেন, চলিশিয়া ইউনিয়নের বিএনপি সমার্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক(মটরসাইকেল প্রতীক)। ইউনিয়নের ভুলপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরির্দশণ কালে এক সাক্ষাতকারে তিনি এ কথা
বলেন। এছাড়া একতারপুর গ্রামতলা হাফেজিয়া নূরানী কওয়ামী মাদ্রাসায় দেখা যায়, রবেয়া বেগম(৭০) নামের একজন শয্যাশায়ী নারী কোলে উঠে তার ভোট প্রদান করতে এসেছেন। সেখানে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।