অভয়নগরে সবুজ সাথী ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

অভয়নগরের ঐতিহ্যবাহী সবুজ সাথী ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার নওয়াপাড়া ক্লিনিকপাড়ায় নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিক, মাতৃ জুয়েলার্স ও জননী ইলেকট্রনিক এর সার্বিক সহোযোগিতায় ক্লাবের শতাধিক সদস্যের মাঝে জার্জি বিতরণ ও আলোচনার মধ্য দিয়ে সংগঠনের জার্সি উন্মোচন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জহির রায়হানের সঞ্চালনায় কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে উক্ত জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি বাপ্পি, সহ-সভাপতি মাসুদ রানা, মধু রায়, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাছুদ কবির, সহ- সাংগঠনিক সম্পাদক অসিম, শিমুল, জনি, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান মনি, ক্রিয়া সম্পাদক সবুজ মোল্যা, সহ -ক্রিয়া সম্পাদক কল্লল, সাংস্কৃতিক সম্পাদক অসিম সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক সুজন শেখ, দপ্তর সম্পাদক রাজু, সহ- দপ্তর সম্পাদক রাজীব মোল্যা, সদস্য মোঃ রনি আবু সাঈদ,উজ্জল, সুমন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।