Type to search

অভয়নগরে সন্ত্রাসী হামলায় উঠতি বয়সী এক তরুণ আহত

অন্যান্য

অভয়নগরে সন্ত্রাসী হামলায় উঠতি বয়সী এক তরুণ আহত

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার বুইকরার মালেকের চাতাল এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন মোড়লের ছেলে আসিফ মোড়ল(২০) এর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীরা রোববার সকাল নয়টায় আল হেলাল স্কুলের সামনে ফেলে তাকে লাঠি সোটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আসিফ মোড়ল বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বাড়ি থেকে যশোর যাওয়ার পথে নওয়াপাড়ার আল হেলাল স্কুলের সামনে পৌছালে স্থানীয় রফিকুল ইসলাম(৪০), মেহেদী (১৯), আসিফ(২০) ও হারুণ(২৮) মিলে লাঠিসোটা ও লোহার রড দিয়ে তাকে মারধর করে এবং তার পকেটে থাকা ৬৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘অভিযোগ পত্রটি এখনো আমার হাতে পৌছায়নি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’