অভয়নগরে সন্ত্রারীর গুলিতে এক ব্যাবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার: :যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়ার সিকিরঘাট খেয়াঘাট এলাকায় সন্ত্রাসীর গুলিতে এক মৎস্য ব্যাবসায়ী নিহত হয়েছেন। নিহত ওই ব্যবসায়ীর নাম আল মামুন(৩০)। তিনি উপজেলার শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে।
পুলিশ জানিয়েছে, ফুলতলা বাজার থেকে বাড়ি ফিওে আসার পথে বিকাল পাঁচটার দিকে সিকিরহাট খেয়াঘাটের জনৈক খবির উদ্দিনের বাড়ির পাশে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তার বুক ও মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
অভয়নগর উপজেলার বাসুয়াড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এস আই) জাকির হোসেন বলেন,‘ খুব কাছ থেকে তার বুক ও মাথা লক্ষ্য করে তাকে তিনটি গুলি করা হয়েছে।মরদেহ ময়ণাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কি কারণে তাকে গুলি করা হয়েছে তা বের করার চেষ্টা চলছে। খুনিদের ধরার জন্য বেরিয়েছি। মামলার প্রস্তÍতি চলছে।’