বিশেষ প্রতিনিধি- অভয়নগরে নওয়াপাড়া -কালিবাড়ি রোডের আড়পাড়ায় আইওয়ান জুট মিলের শ্রমিক পরিবহন বাস দুর্ঘটনায় ২৭ জন শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা জরুরী তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিক নজরুল ইসলাম জানান, আমারা দুপুর দুইটার সময় মিলের কাজ ধরার জন্য মিল কর্তৃপক্ষের বাসে চড়ে আসছিলাম। হাতে সময় কম থাকায় ড্রইভার জোরে গাড়ি চালাচ্ছিলো। বারান্দি আড়পাড়ায় এলাকায় পৌছালে ড্রইভার চশমা পরতে যেয়ে নিয়ন্ত্রণ হরিয়ে ফেলে। বাসটি এ সমেয় পাশে একটি পুকুরে পড়ে যায়। এলাকাবাসি বাসের গ্লাস ভেঙ্গে আমাদের উদ্ধার করে। তিনি আরো জানান পুকুরে অনেক পানি ছিলো কিন্তুকেউ ডুবে মারা যায়নি। মিলের এডমিন অফিসার নাফিজ ইমতিয়াজ জানান, খরব পেয়ে আমারা দ্রুত হাসপাতালে ছুটে এসে আহতদের চিৎিসার ব্যবস্থা করছি। চিকিৎসার যাবতীয় ব্য্য়ভার আমরা বহন করবো।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.