অভয়নগরে শিশু , গণ হত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : অভয়নগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস,২৫ মার্চের গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার(১০/৩/২১) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এলাকার ইউপি চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, অভয়নগর ও নওয়াপাড়া প্রেসক্লাবের নের্তৃবৃন্দ সহ অনেকে। সভায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতি বিবেচনায় আনা হয়েছে। এর মধ্যেও সংক্ষিপ্ত রুপে দিবস গুলো যথাযথো ভাবে পালনের সিন্ধান্ত গৃহীত হয়। তবে এবছর আয়োজনে সামান্য পরির্বতন আনা হয়েছে। ২৫ মার্চ গণহত্যা স্মরণে উপজেলার সর্বত্র রাত ৯ টা থেকে ১ মিনিট ব্যাপী অন্ধকারাচ্ছন্ন রাখা(কেপিআই/ জরুরী স্থাপনা ব্যতিত),২৬ ডিসেম্বর সকাল আটটার পরির্বতে ওই দিন প্রত্যুষে উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা, সকাল সাড়ে আটটায় শিক্ষার্থী ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহনে সংক্ষিপ্ত কুচকাওয়াজ নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ্অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য বছরের ন্যায় এবছর ও বিভিন্ন ধরনের প্রীতি খেলাধূলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মুক্তিযুদ্ধ ভিক্তিক আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া ইনস্টিটিউটের যৌথ পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।