Type to search

অভয়নগরে শিক্ষক নেতা মান্নান বিশ্বাস এন্তেকাল করেছেন

অন্যান্য

অভয়নগরে শিক্ষক নেতা মান্নান বিশ্বাস এন্তেকাল করেছেন

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও নওয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বিশ^াস(৭৯) এন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১১টায় তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন যাবৎ ডায়বেটিকস জনিত কারনে পায়ের ক্ষত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুরে তার নিজ গ্রাম চলিশিয়া স্কুল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
আব্দুল মান্নান উপজেলা চলিশিয়া গ্রামের সম্ভ্রান্ত বিশ^াস পরিবারে জন্ম গ্রহণ করেন। লেখাপড়া শেষে তিনি এলাকায় অহেলিত জনপদে শিক্ষা বিস্তারের লক্ষে শিক্ষকতা পেশা গ্রহণ করেন। তিনি সুনামের সহিত অবসর গ্রহণের আগ পর্যন্ত নওয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে নিয়েজিত ছিলেন। তিনি অভয়নগর উপজেলার সকল প্রকার সামাজিক কর্মকান্ডে বিচরণ করতেন। তিনি এলাকায় একজন সৎ ও আদর্শ শিক্ষক হিসাবে সকলের শ্রদ্ধার পাত্রা ছিলেন। তার ঔরাসজাত তিন পুত্রের এক জন সিনিয়র জজ, একজন ব্যাংকের ম্যানেজার ও একজন আমদানী রপ্তানী কারক ব্যবসায়ী। তার মৃত্যূতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও অভয়নগর প্রেসক্লাবের নের্তৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।