অভয়নগরে শালটিং করাকালে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত

স্টাফ রিপার্টার: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় মালবাহী ট্রেন শালটিং করা কালে দুই জন নিহত ও এক জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বেঙ্গলগেট রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিঠু শেখ(২৫) তিনি খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের রুহুল আমিনের ছেলে। নিহত অপরজনের সঠিক পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় তিনি চাপাই নবাবগঞ্জের দীপঙ্কর রায় (২৭)। এবং আহত জনের নাম হোসেন আলী(২০)। শেখ ব্রাদার্সের জাহাজের স্কট। বাকি দুজন পেশায় ঘাটের লেবার। তারা নওয়াপাড়া বসবাস করতো।
নওয়াপাড়া রেলস্টেশন সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বেঙ্গলগেট রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর বসে তিনজন মুঠোফোনে কথা বলছিলেন। এসময় চুয়াডাঙ্গার দর্শনা খেকে একটি মালবাহী ট্রেন নওয়াপাড়া রেলস্টেশনে আসছিলো। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেনটি নওয়াপাড়া স্টেশনের প্রবেশের মুখ বেঙ্গলগেট রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এসময় পাশেই রেললাইনে অপর একটি মালবাহী ট্রেন শাটিং করছিল। দর্শনা খেকে আসা মালবাহী ট্রেনের আলো দেখে তাঁরা সামনে লাফ দেন। এতে শাটিং ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আপর দুইজন। তাঁদের মধ্যে হোসেন আলী(২০) একজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।