অভয়নগরের পল্লীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন বিশেষজ্ঞ ডা. নিকুঞ্জ বিহারী গোলদার
নওয়াপাড়া(যশোর)প্রতিনিধি
অভয়নগরের শ্রীধরপুরে ‘কামকুল একান্নবর্তী ছাত্র ও যুব সংঘ’এর উদ্যোগে ৫ আগস্ট শুক্রবার দুপুরে “ফ্রি মেডিকেল ক্যাম্প”অনুষ্ঠিত হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ও বিভাগীয় প্রধান(গাইনি ও অবস) ডা. নিকুঞ্জ বিহারী গোলদার শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। বিশিষ্ট সমাজ সেবক আনসার আলী মোল্যার সহযোগিতায় আয়োজিত ক্যাম্পের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কামকুল প্রা: বিদ্যালয়ের সভাপতি মো: আবু বক্কর মোল্যা,বিশেষ অতিথি ছিলেন,প্রধান শিক্ষক মিনা মো: মোয়াজ্জেম হোসেন,পাথালিয়া পুলিশ ক্যাম্পের এস আই মো: শামসুর রহমান। ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বলেন,বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্প এখানেই শেষ নয়,আমি যশোরের বিভিন্ন অঞ্চলে,বিশেষ করে অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়ার সুবিধা বঞ্চিত মানুষের জন্য ক্যাম্প পরিচালনা করবো। তারপর জেলার অন্যান্য স্থানেও মানুষের সেবা করার ইচ্ছা রয়েছে। আমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি,ধারণ করি মুক্তিযুদ্ধের চেতনা। দেশ সেবার মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই। মানব সেবাই আমার ধর্ম।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.