Type to search

অভয়নগরে লাইসেন্সকৃত শর্টগান  নিয়ে ধস্তাধস্তি কালে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ

অভয়নগর

অভয়নগরে লাইসেন্সকৃত শর্টগান  নিয়ে ধস্তাধস্তি কালে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ

অভয়নগরে লাইসেন্সকৃত শর্টগান  নিয়ে ধস্তাধস্তি কালে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ
নওয়াপাড়া অফিস
অভয়নগরে লাইসেন্সকৃত শর্টগান নিয়ে ধস্তাধস্তি কালে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার রাত নয়টার দিকে তালতলা মোড়ে স্থানীয় বুলবুল আহমেদ’র(৪৫) শর্টগান থেকে এ গুলি বর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেেেছ ঘটনান দিন রাত নয়টার দিকে বুলবুল আহমেদ তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে উপজেলার তালতলা মোড়ে পৌছায়। এ সময় একতারপুর গ্রামের দিদার হোসেন এর সাথে বাকবিতান্ড হয়। এক পর্যায়ে দিদার হোসেন ও তার সহযোগি কয়েক জন বুলবুল আহম্মেদ’র ওপর আক্রমন করে। তারা বুলবুল আহমেদের শর্টগান ধরে ধস্তা ধস্তি করতে থাকে। এক পর্যায়ে শর্টগান থেকে একটি ফাকা গুলি বর্ষণ হয়। পরে বুলবুল আহমেদকে ধারে নিয়ে তারা স্থানীয় কাউন্সিলের অফিসে আটকে রেখে বেদম মারধর করে। স্থানীয়রা বুলবুল আহমেদ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় বুলবুল আহমেদের ভাই বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মতিয়ার রহমান নামে একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানার ওসি এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন