স্টাফ রিপোর্টার- করোলা ভাইরাস প্রতিরোধ করতে যশোর জেলা প্রশাসক লক ডাউন ঘোষণা করেছেন। এই নির্দেশ উপেক্ষো করে শিল্প বাণিজ্য বন্দর নগরীর বর্তমান দেশের সর্ববৃহৎ কয়লার মোকাম নওয়াপাড়ায় কয়েকজন ব্যবসায়ী শ্রমিক দিয়ে কয়লার লোড আনলোডের কাজ চালিয়ে যাচ্ছেন।
রোববার সকালে উপজেলার চেঙ্গুটিয়া এলাকার লবন ঘাট, হিমালয় সিমেন্ট ঘাট ও আক্তার ফার্টিলাইজার ঘাটে সরজমিনে দেখা যায়, এখানে শ্রমিকেরা অরক্ষিত ভাবে শারীরিক দূরাত্ব বজায় না রেখে কয়লার ঝুড়ি মাথায় নিয়ে লোড আন লোডের কাজ করছেন। হিমালয় সিমেন্ট ফ্যাক্টরীর ঘাটের সুপার ভাইজার হাসান আলীর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমাদের কয়লা লোড আন লোডের অনুমতি ্ আছে তাই শ্রমিকেরা কাজ করছে। এ ব্যপারে সহকারি কমিশনার ভূমি অভয়নগর উপজেলার দায়িত্ব প্রাপ্ত কে এম রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাত সচল রাখার জন্য কয়লা লোড আনলোডের বিষয়টি ছাড় দিয়েছে। তবে শ্রামকের পরির্বতে যন্ত্রের সাহায্যে লোড আনলোডর কাজ করতে হবে। আমরা ব্যবসায়ীদেরও সেভাবে বলে দিয়েছি। এ নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে মোবাইল কোটের মাধ্যমে দন্ড প্রদান হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.