স্টাফ রিপোর্টার
চলতি বছর থেকে ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালনের জন্য রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা হয়েছে। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের এই দিনে জাতীয় সংবিধান রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত হয়। দিবসটি পালন উপলক্ষে কোন রাজনৈতিক দলের কর্সূচি লক্ষ করা যায়নি। উপজেলা প্রশাসন দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার বিকালে র্যলি ও আলোচনা সভা করে। উপজেলা মিলানায়তনে নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহযোগি অধ্যাপক সাকিনা বানু, মাহবুব রহমান প্রমুখ। এর আগে একটি র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। কর্মসূচিতে শুধু কলেজ শিক্ষকদের উপস্থিতি লক্ষ করা যায়।

অপর দিকে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে উপজেলায় কোন রাজনৈতিক দলের কর্মসূচি পালিত হয়নি। উপজেলা আ.লীগৈর সভাপতি এনামুল হক বাবুল বলেন, কেন্দ্র থেকে কোন ঘোষণা না আসায় আমরা এবছর দিবসটি পালন করেনি। উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মতিয়ার রহমান ফারাজী বলেন, রাজনৈতিক চাপে আছি, তাছাড়া কেন্দ্র থেকে কোন নির্দেশ না থাকায় আমরা এবছর দিবসটি পালন করিনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.