অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপরধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টায় স্বাধীনতা স্মৃতিসৌধে
পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় স্কুল,কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী পুলিশ, আনছার, ফায়ার সার্ভিস ,স্কাউট গালর্স গাইড ও শিশু কিশোর সংগঠন কর্তৃক মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শণ,বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ মুলক অনুষ্ঠান, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, জাতির শান্তি কামনায় মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া, হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার দেওয়া, ভিভিন্ন সংগঠনের সাথে প্রীতি ফুটবল খেলা, ও রাতে মুক্তিযুদ্ধা ভিক্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সামন্বয়ে অনরুপ কর্মসূচি পালন করতে দেখা যায়।