অভয়নগরে মাধ্যমিকের প্রধান শিক্ষক বাবুলাল তহবিলদার পরলোকে

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার এক বিশিষ্ট শিক্ষক বাবুলাল তহবিলদার (৫৫)পরলোক গমন করেছেন। তিনি কোদলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োজিত ছিলেন। গত রোববার দিবাগত রাত তিনটা ৪৩ মিনিটের দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বাড়ি অভয়নগর উপজেলার কোদলা গ্রামে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নওয়াপাড়া মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি স্ত্রী, তিন ভ্ইা, দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।