অভয়নগরে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজোলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী মহিলা কওমি মাদ্রাসার মুহতামিম ও ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা হাত পাখার মত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী কথিত মুফতি রফিকুলের নামে দীর্ঘ জলপনা কল্পনার পর অবশেষে ভুক্তভোগি পরিবার অভয়নগর থানায় মামলা দায়ের করছে।
মামলা নং১৮/২১ তারিখ ১৯/০৫/২১। মামলায় আসামী করা হয়েছে ২ জনকে। ভিকটিমকে জিম্মায় নিয়েছে থানা পুলিশ।
পুলিশ প্রসাসন সূত্রে জানাগেছে, শুভরাড়া ইউনিয়নের গরীব অসহায় একটি ইয়াতিম ছাত্রীকে ভুল বুঝিয়ে সিংগাড়ী কওমি মাদ্রাসার মুহতামিম মাওঃ রফিকুল ইসলাম তারই স্ত্রী মানজুয়ারা বেগমের সহযোগিতায় বিবাহ হয়েছে এমন নাটক করে দিনের পর দিন ধর্ষন করেছে।
কিশোরি নির্যাতন সহ্য করতে না পেরে তার মাকে জানালে দৃষ্টে আসে সকলের।
গত ১৭ ও ১৮মে মানবিক বিবাহের নামে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে ছাত্রী ধর্ষনের অভিযোগ শিরোনামে কয়েকটি অনলাইন পোর্টাল ও ফেসবুকে খবর প্রকাশের পর ফুসে উঠেছে এলাকাবাসি।
আলোচনা সমালচনায় কাটছে গোটা অঞ্চল।
মামলায় আসামী করাহয়েছে আলোচিত মুফতি মাওঃ রফিকুল ইসলাম ও তার স্ত্রী মানজুয়ারা বেগম কে।
পুলিশ প্রসাসন সূত্রে আরো জানাগেছে আসামী গ্রেফতারে অভিযান চলছে।