অভয়নগরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে প্রীতি ক্রীড়া অনুষ্ঠানে থানার ওসি

নওয়াপাড়া অফিস:
মাদক থেকে দূরে থাকি, মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রত্যয় নিয়ে নওয়াপাড়া পৌরসভার তিন নং ওয়ার্ডের হাড়িভাঙ্গা বাজার মহল্লাবাসীর উদ্যোগে শুক্রবার দিনব্যাপী নানা ধরনের গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়।অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান। দিনব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন খেলার ইভেন্টে ছিলো হাড়ি ভাঙ্গা, দড়াটানা, মহিলাদের চেয়ারে বসা, হাঁস ধরা, সাঁতার প্রতিযোগিতা, হা ডু ডু ও ফুটবল খেলা। খেলায় মহল্লার সকল বয়সী লোক অংশগ্রহণ করেন। তারা সারাদিন মজা করেন ও রাতে সবাই মিলে ভুরি ভোজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।