নওয়াপাড়া অফিস
অভয়নগরে মনিং ওয়াকে বেরিয়ে এক নারী ছিনতাইয়ের কবলে পড়ে। ওই নারীর চিৎকারে শুনে এলাকাবাসী ছিনতাইকারীকে দাবড়িয়ে ধরে পুলিশে দেয়। বৃহস্পতিবার সকালে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাবাসী ও থানা সূত্রে জনা গেছে, বৃহস্পতিবার(১/১২/২২) সকাল সাড়ে ৬টায় উপজেলার বুইকারা (পোড়াবাড়ির) গ্রামের বিল্লাল হোসেনের ডায়াবেটিস রোগগ্রস্থ স্ত্রী নিলুফা বেগম(৪৪) হাটার জন্য (মনিং ওযাক) বাড়ি থেকে বের হয়ে সুন্দলীর দিকে যাচ্ছিলেন। নওয়াপাড়া গ্রামের কামরুল সরদারের বাড়ির সামনে পৌছালে ছিনতাইয়ের উদ্দেশ্যে একজন তরুণ তার মুখ আটকিয়ে ধরে বলে, কাছে যা যা আছে দিয়ে দে। এ সময় ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা ওই ছিনতাইকারিকে দাবড়িয়ে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক ওই ছিনতাই কারির নাম মিরাজুল মোল্যা(২৪)। সে বুইকারা ড্রাইভার পাড়ায় বসবাসকারি আবুল বাসারের ছেলে। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার বোয়ামারী উপজেলার মুয়া গ্রামে। থানার ডিউটি অফিসার রিয়াজুল ইসলাম জানান, ছিনতাই করার সময় জনতার হাতে এক ছিনতাইকারি আটক হয়েছে। খবর পেয়ে তাকে থানা হাজতে আনা হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে। থানার অফিসার ইনচার্য একেএম শামীম হাসান বলেন, আমার জানা মতে কোন ছিনতাইকারি আটক হয়নি। উল্লেখ্য উপজেলা সদরের মধ্যে যানজট মুক্ত হওয়ার কারনে ওই সড়কে প্রতিদিন অনেক নারী পুরুষ মনিং ওয়াকে হাটতে বের হয়। ছিনতাইয়ের ঘটনা শুনে অনেকে আতংকিত হয়ে পড়েছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.