অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার ছয় মাসের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট কেএম রফিকুল ইসলামের আদালতে এ দন্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সাভারপাড়া গ্রামে ওসমান আলী গাজীর ছেলে মিজার আলী(৩৫)কে স্থানীয় গাজীপুর ক্যাম্পের আইসি সুকল্যাণ অভিযান চালিয়ে ৬ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ি থেকে ওই আটক করা হয়। খবর পেয়ে উপজেলার সহকারি কমিশনার (ভ’মি) ভ্যাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে ৩০ টাকা জরিমানা আদায় করেন। এবং ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, আদালতের পেশকার মিরাজুল ইসলাম, পুলিশের এস আই সুকল্যাণ, স্থানীয় কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তি।