অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার : অভয়নগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবীর ১৫ দিনের কারাদন্ড ও ৮০ টাকা জরিমানা করা হয়েছে গতকাল বৃহস্প্রতি বার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। জানা গেছে গোপন সংবাদের ভিত্বিতে নওয়াপাড়া বাজার অবস্থিত এল বি টাওয়ারের পঞ্চম তলায় পুলিশ দুপুরে অভিযান চালায়। এ সময়ে মাদক সেবনরত অবস্থায় নওয়াপাড়া শংকরপাশা গ্রামের মনিরুল পাঠানের ছেলে মুন্না পাঠান (২০) কে হাতে নাতে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৮০ টাকা জরিমানা করেন । আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার মিরাজ হোসেন, প্রসেস সার্ভার আবুল কালাম আজাদ থানার এস আই মনিরুল ইসলাম প্রমুখ। ভ্রাম্যমান আদালতের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদক সেবনের সময় মুন্না পাঠান কে হাতে নাতে আটক করা হয়। পরে মাদক আইনের ৩৬ এর ৫ ধারায় মুন্না পাঠান কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৮০ টাকা জরিমানা করা হয়