অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ৩শ কেজি পলিথিন জব্দ

অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া বাজারে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা সহকারি কমিশনার যৌথ অভিযান চালিয়ে ৩শ কেজি পরিবেশ ধ্বংসী নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ অভিযান।এ সময় নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ৪টি মুদি দোকানে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এবং এক জন দোকানীকে জরিমানা মওকুফ করে শুধু তার দোকানে থাকা পলিথিন জব্দ করা হয়। জরিমানা হওয়া ওইসব দোকানীর মধ্যে রয়েছেন বাজারের মুদি পট্টির পাল স্টোরের মালিক তাপস পাল ২ হাজার, নিউ জগবন্ধু স্টোর ৩ হাজার টাকা, দূর্গা বাণিজ্য ভান্ডারে দেবনাথ বিশ^াস ৬ হাজার টাকা, ও সুব্রত পলিথিন স্টোওে সুখদেব দত্ত ৩ হাজার টাকা। অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদদপ্তর থেকে সৌমেন মৈত্র, সহকারি কারি কমিশনার থান্ডার কামরুজ্জামান প্রমুখ।