স্টাফ রিপোর্টার: ভৈরব নদের যশোর জেলার অভয়নগর উপজেলার মধ্যপুর গ্রাম থেকে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দল। শুক্রবার সকাল ১১টায় ভৈরব নদ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই যুবকের নাম মোর্শেদুল ইসলাম(১৭)। সে রংপুর সিটিকর্পোরেশনের বাহাদুরসিং এলাকার আনছার আলীর ছেলে। সে রংপুর বুড়ির হাট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এখানে মধ্যপুর গ্রামের নূর ইসলাম শেখের বাড়িতে বেড়াতে এসেছিলো।
এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, মোর্শেদুল ইসলাম বুধবার নূও ইসলাম শেখ’র বাড়ি বেড়াতে এসেছিলো। শুক্রবার সকাল ১১ টায় কয়েক তার ছেলের সাথে ভৈরদ নদে গোসল করতে আসে। গোসল করার সুবিধার জন্য ঘাটে একটি কার্গো জাহাজে উঠতে যেয়ে সে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা একটি জাহাজের নীচ থেকে মোর্শেদুলের লাশ উদ্ধার করে। অভয়নগর থানার অফিসার ইনচার্য তাজুল ইসলাম বলেন, নূর ইসলাম শেখ রংপুরে চাকুরিকালে তার ভাড়া বাড়িতে প্রতিবেশি হিসাবে মোর্শেদের পরিবারে সাথে সম্পর্ক হয়। সেই সূত্র ধরে তার স্কুল পড়ুয়া ছেলে আব্দুল্লা আল মামুনের সাথে বন্ধুত্ব হয়। ঘটনার সময় তারা কয়েক বন্ধু মিলে নদীতে গোসল করতে যায়। মোর্শেদুল সাঁতার না জানায় জাহাজ থেকে পড়ে আর উঠতে পারেনি। তার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.