অভয়নগরে ভৈরব নদে প্রবাল ভাটার টানে ডুবে মরল এক নারী

স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় ষাটোর্ধ এক নারী গোসল করতে যেয়ে পানিতে ভাটার টানে তিন দিন আগে নিখোঁজ হয়। আজ সোমবার সকাল ১১ টায় ডুবরীরা তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার শংকরপাশা গ্রামের ভৈরব নদেরপাড়ে বাসীন্দা মৃত ওয়াজেদ আলীর স্ত্রী রোকেয়া বেগম(৬৫) গত শনিবার দুপুরে প্রতিদিনের ন্যায় ভৈরব নদে গোসল করতে যায়। তিনি এসময় সেখানে প্রবাল ভাটার টানে পানিতে ডুবে নিখোঁজ হন। এলাকাবাসী অনেক খোঁজা খুজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে খুলনা থেকে ডুবররি দল এসে সোমবার সকাল ১১টায় ওই এলাকা থেকে রোকেয়া বেগমের অর্ধ গলিত লাশ উদ্ধার করে। থানার অফিসার ইনচার্য এ কে এম শামীম হাসান জানান, তিন দিন আগে ওই নারী নদে গোসল করতে যেয়ে নিখোঁজ হয়। আজ তার অর্ধ গলিত লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু হিসাবে নথিভ’ক্ত হয়েছে।